September 28, 2023, 1:37 am

News Headline :
জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধু পরিষদের অভিনন্দন ভিসানীতি নিয়ে বিব্রত বিভ্রান্ত কিংবা আতঙ্কিত হওয়ার কিছু নেই: নওগাঁয় স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লেন টাইগাররা মহানবী (সা.) এর আদর্শ মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা নন্দীগ্রামে বিশ্ব পর্যটন দিবস পালি বগুড়া মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল এন্ড কলেজ বার্ষিক বিজ্ঞান ও ব্যবসায় উদ্ভাবন মেলা অনুষ্ঠিত বগুড়া সদরের বামনপাড়া থেকে অটোরিক্সা ছিনতাইকারী মহিলা গ্যাং এর ২ সদস্য আটক বগুড়ায় বিশ্ব পর্যটন দিবস পালিত ৫ বছরে এআইআইবি বাংলাদেশে ৪০০ কোটি ডলার বিনিয়োগ করবে

বগুড়ায় ভোটার তালিকা হালনাগাদে রেজিষ্ট্রেশন ও ছবি তোলা শুরু

ষ্টাফ রিপোর্টারঃ ভোটার তালিকা হালনাগাদ কর্মসুচি উপলক্ষে বগুড়ায় রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকাল ১০ টায় বগুড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের নতুন ভোটারদের ছবি তোলার মধ্য দিয়ে কার্যক্রম উদ্বোধন হয়েছে। শহরের সেন্ট্রাল হাইস্কুলে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করেন জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো: হুমায়ুন কবির। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এ এসএম জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা সমর কুমার পাল,  বগুড়ার পৌরসভার প্যানেল মেয়র ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ শেখ বক্তব্য রাখেন।

এ এসএম জাকির হোসেন জানান,  ২৪ জুলাই পর্যন্ত পৌরসভার ২১ ওয়ার্ডে এবং ২১ আগস্ট পর্যন্ত সদরের ইউনিয়নগুলোতে এ কার্যক্রম চলবে। এর আগে ২০ মে থেকে ৯ জুন পর্যন্ত বাড়ী বাড়ী গিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। উল্লেখ্য, সদর উপজেলাসহ ৩টি উপজেলায় ছবি তোলার কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD