December 3, 2023, 7:09 am
তারিকুল আলম, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায় ট্রেনে কাটা পড়ে লিটন হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
শনিবার (১১ জুন) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে এ দূর্ঘটনার ঘটনা ঘটে।
নিহত লিটন হোসেন (৪৫) কামারখন্দ উপজেলার টেংরাইল গ্রামের সামচু মাষ্টারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সাড়ে দশটার দিকে লিটন হোসেন ওভার ব্রীজ ব্যবহার না করে ট্রেনের রাস্তা পারাপার হচ্ছিল এসময় ঢাকা থেকে ছেড়ে আসা মুলাডুলি মুখী নীলসাগর ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হয় তিনি।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ ট্রেনে কাটা পড়ে মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির আত্মীয় স্বজন লাশ বাড়িতে নিয়ে গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।