April 23, 2024, 7:48 pm

ইরানে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১৭, আহত অর্ধশতাধিক

যমুনা নিউজ বিডিঃ ইরানে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৭ জন নিহত এবং প্রায় ৫০ জন আহত হয়েছেন। খবর ডেইলি সাবাহ’র। বুধবার পূর্ব ইরানে মরুভূমি শহর তাবাসে এ দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। গণমাধ্যমটি বলছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে এখন পর্যন্ত স্পষ্ট কোন কারণ জানা যায়নি।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, মরুভূমি শহর তাবাসের কাছে ভোরের ট্রেনের সাতটি বগির মধ্যে চারটি লাইনচ্যুত হয়। তাবাস রাজধানী তেহরানের প্রায় ৫৫০ কিলোমিটার (৩৪০ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত। উদ্ধারকারী দলগুলো অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টারে দুর্গম এলাকায় পৌঁছেছে। কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ১৬ জন গুরুতর আহত হয়েছেন, যাদের কয়েকজনকে স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনার তদন্ত চলছে।

এর আগে ২০১৬ সালে ইরানে আরেকটি ট্রেন দুর্ঘটনায় বেশ কয়েকজন মানুষ নিহত হন। এছাড়াও দেশটিতে সবচেয়ে বড় ট্রেন বিপর্যয় ঘটে ২০০৪ সালে। পেট্রল, সার, সালফার এবং তুলাবোঝাই একটি ট্রেন ঐতিহাসিক শহর নেশাবুরের কাছে বিধ্বস্ত হয়। এতে প্রায় ৩২০ জন নিহত, ৪৬০ জন আহত এবং পাঁচটি গ্রাম ধ্বংস হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD