March 28, 2024, 2:02 pm

সিরাজগঞ্জে চালের বাজার কমেছে, স্বস্থি ফিরছে অসহায় মানুষের

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে চালের বাজার এখন কিছুটা কমেছে। এতে বিশেষ করে অসহায় মানুষের মাঝে স্বস্থিও ফিরে এসেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়েক সপ্তাহ ধরে সিরাজগঞ্জসহ দেশব্যাপী চালের বাজার ছিল অস্থির। ইরি বোরো মৌসূমে এ চালের বাজার বৃদ্ধি নিয়ে জনমনে নানা প্রশ্ন ওঠে। অসৎ ব্যবসায়ীরা ধান চাল মজুদ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। সরকারের দ্রুত কঠোর হস্তক্ষেপে চালের বাজার এখন নিয়ন্ত্রনে।

স্থানীয় চাল ব্যবসায়ীরা বলছেন, অসৎ ব্যবসায়ী, মজুদদার ও চাল মিলারদের কারসাজিতেই চালের বাজার অস্থির হয়ে ওঠে। খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশে সংশ্লিষ্ট প্রশাসন মজুদদারীদের গুদামে অভিযান ও বাজার মনিটরিং শুরু করেছে। এ অভিযান অব্যাহত থাকায় চালের বাজারর কমতে শুরু করেছে কয়েকদিন ধরে। বর্তমানে প্রতি বস্তা (৫০ কেজি) চাল গড়ে ১০০ টাকা থেকে ১২০ টাকা কমেছে।

এ অভিযান অব্যাহত থাকায় অনেক অসৎ মজুদদার তাদের মজুদ করা ধান চাল বাজারে ছাড়ছে। এ কারণে এ ধান চালের দাম কমতে শুরু করেছে। তবে ব্যবসায়ীদের বেশি দামে কেনা চাল এখন লোকসান গুনতে হচ্ছে। এদিকে অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলে চালের বাজার আরো কমে আসবে বলে অনেকেই এ অভিমত ব্যক্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD