April 16, 2024, 1:03 pm

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইয়ূথ এগেইনস্ট হাঙ্গার পঞ্চগড় ইউনিট এর বৃক্ষরোপণ কর্মসূচি পালন

আজ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। এবছরে প্রতিপাদ্য বিষয় “একটাই পৃথিবী : প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’ (Only One Earth’ — focussing on living sustainably in harmony with nature). এছাড়াও জাতীয় বৃক্ষরোপণ অভিযান এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ বৃক্ষ- প্রাণে প্রকৃতি প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ ‘ এই স্লোগানকে ধারণ করে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী যুব সংগঠন, ইয়ূথ এগেইনস্ট হাঙ্গার, পঞ্চগড়, বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। বলরামহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সুনিকেতন পাঠশালা প্রাঙ্গনে শিক্ষক ও শিক্ষার্থীসহ এসব চারার রোপণ করা হয়। এসময় বলরামহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক বিশেশ্বর বর্মন, সুনিকেতন পাঠশালার প্রধান শিক্ষক মো. আব্দুর সাত্তার, হাঙ্গার ফ্রি ওয়ার্রল্ড এর প্রোগ্রাম অফিসার মো. রাশেদুল ইসলাম রাশেদ, ইয়ূথ এগেইনস্ট হাঙ্গার পঞ্চগড় ইউনিট এর সভাপতি মো. শারমিন আক্তার, সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক মো. রায়হান কবির, ক্যাম্পেইন সম্পাদক মো. শামীম ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD