October 14, 2024, 4:59 am
রায়গঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সাহেবগঞ্জ নতুন বাজার এলাকায় পাটভর্তি একটি ট্রাকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রায়গঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রায় ২’শ মণ পাট বিক্রির উদ্দেশে মঙ্গলবার সকাল থেকে শ্রমিক দিয়ে ট্রাকে পাট উঠানো হয় এবং বিকেলের দিকে পাটভর্তি ট্রাক খুলনার উদ্দেশ্য যাওয়ার পথে উল্লেখিত বাজার এলাকায় পৌছলে ঝুলন্ত বিদ্যুতের তার ট্রাকের সঙ্গে লেগে ছিঁড়ে যায়। এতে তাৎক্ষণিকভাবে ওই ট্রাকে আগুন লেগে যায়।
পরে জাতীয় সেবা ৯৯৯ এ ফোনের ভিত্তিতে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। এ অগ্নিকান্ডে পাট পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ট্রাকের ভিতরে থাকা নগদ প্রায় ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
তবে পাট ব্যবসায়ী অভিরাম সাহা ও তারিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, এ অগ্নিকান্ডে পাট পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন।