October 11, 2024, 8:16 am
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : চলমান তাপদাহ থেকে রেহাই পেতে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে ইসতিস্কারের দুই রাকাত নামাজ আদায় করেছেন বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার মুসল্লীরা।
স্থানীয়দের উদ্যোগে আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৮টায় নিশ্চিন্তপুর দারুল উলুম দাখিল মাদ্রাসা ও ঈদগাহে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন বিহিগ্রাম ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল জলিল।
এতে অন্যান্যের মধ্যে অংশ নেন বগুড়া পৌরসভার ২১নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলু, ডোমনপুকুর কামিল মাদ্রাসার সহকারা অধ্যাপক আব্দুস সালাম তুহিন, নিশ্চিন্তপুর মন্ডলপাড়া জামে মসজিদের খতিব প্রভাষক মাওলানা নুরুন্নবী, নিশ্চিন্তপুর ঈদগাহের সভাপতি ফরহাদ হোসেনসহ সহস্রাধিক মুসল্লী।
নামাজ শেষে ঘোষণা করা হয় আগামীকাল শুক্রবার সকাল ৭টায় বগুড়া সদর উপজেলার শ্যামবাড়িয়া ঈদগাহে ইসতিস্কারের নামাজ অনুষ্ঠিত হবে।