October 6, 2024, 12:45 am
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাঘায় চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎকারী এক ভুয়া এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা) কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।
রোববার (১০ মার্চ) রাতে নারায়নপুর ক্লাব ঘরের সামনে থেকে তাকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়। আটককৃত প্রতারকের নাম রিন্টু আলী (৪৫), তার বাড়ি নাটোর জেলার লালপুর উপজেলার মির্জাপুর গ্রামে।
বাঘা থানা পুলিশের একজন মুখপাত্র জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা যা এনএসআই নামে পরিচিত। এই সংস্থার নামে ভুয়া পরিচয়পত্র তৈরি করে অভিযুক্ত রিন্টু চাকরি দেওয়ার নামে রাজিব (২২) নামে এক তরুণের কাছ থেকে গত সপ্তাহে নগদ ১ লক্ষ টাকা হাতিয়ে নেয়।
সর্বশেষ রোববার (১০ ফেব্রুয়ারি) নারায়নপুর ক্লাব ঘরের সামনে আরো দুই লক্ষ টাকা নিতে এলে ভুক্তভোগী রাজিবসহ স্থানীয় যুবকরা তাকে আটক করে পুলিশ খবর দেয়।
বাঘা থানার ওসি আমিনুল ইসলাম জানান, আসামি তার অপরাধ স্বীকার করেছে। সে ঢাকার কেয়া কসমেটিকস-এ চাকরি করেন। তবে প্রতারণার দায়ে তার নামে মামলা হয়েছে