October 4, 2024, 5:45 am
যমুনা নিউজ বিডি: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সোমবার( ১১ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।
বদলিকৃত কর্মকর্তারা হলেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি দেবদাস ভট্টাচার্যকে রেলওয়ে পুলিশে, রাজশাহী পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি মীর রেজাউল আলমকে ট্যুরিস্ট পুলিশে, পুলিশ অধিদপ্তরের উপপুলিশ মহাপরিদর্শক খন্দকার লুৎফর কবিরকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, এন্টি টেররিজম ইউনিটের উপপুলিশ মহাপরিদর্শক মোহা. আবদুল আলীম মাহমুদকে পদোন্নতি দিয়ে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, হাইওয়ে পুলিশের উপ পুলিশ মহাপরিদর্শক মো. মাসুদুর রহমান ভূঞাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি দিয়ে রাজশাহী পুলিশ একাডেমির প্রিন্সিপাল, উপ পুলিশ মহাপরিদর্শক মো. তাওফিক মাহবুব চৌধুরীকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে।