May 19, 2024, 2:04 am

News Headline :
বগুড়ায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীর সমর্থককে জরিমানা বগুড়ায় ১৪০টি ৫শ’ টাকার জালনোটসহ কারবারি গ্রেপ্তার বগুড়ায় আলী হাসান হত্যা মামলার মূল আসামি সবুজ সওদাগর গ্রেপ্তার গাইবান্ধায় চাচার ছুরিকাঘাতে ভাতিজি খুন হুটার-হাইড্রোলিক হর্ন ব্যবহার করলেই ব্যবস্থা বগুড়ায় বিভিন্ন গাড়ি থেকে হাইড্রোলিক হর্ন খুলে নিল পুলিশ দেশে সবার অন্তত ২ কাঠার জমি ও একটি ঘর থাকবে: প্রধানমন্ত্রী বগুড়ায় স্কুল ব্যাগে মিলল ৫২০০ পিস ইয়াবা: যুবক গ্রেপ্তার বগুড়ায় সাথী কোল্ডষ্টোরেজ থেকে অবৈধ মজুদের ১ লাখ ডিম উদ্ধার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া সদর উপজেলা কমিটির ১৮তম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিআইবিতে সাংবাদিকদের অভিযোগ প্রতিকার (GRS) বিষয়ে অংশীজনের অবহিত করণসভা অনুষ্ঠিত 

ষ্টাফ রিপোর্টার: বাংলাদেশ সাংবাদিক জোটের বিভিন্ন বিভাগের সাংবাদিকদের সঙ্গে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর উদ্যোগে সাংবাদিকদের অভিযোগ প্রতিকার (GRS) বিষয়ে অংশীজনের অবহিত করণ কর্মশালা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ মার্চ ২০২৪ মঙ্গলবার বিকালে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদ ।
এ সময় পরিচালক প্রশাসন মোঃ জাকির হোসেন, পিআইবি’র প্রশিক্ষক শাহ আলম সৈকত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন ও সহযোগী অধ্যাপক ডঃ মোঃ আশরাফুল আলম, বাংলাদেশ সাংবাদিক জোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামসুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সাংবাদিক জোটের বিভিন্ন বিভাগের সাংবাদিকদের মধ্যে বগুড়া জেলা শাখার সভাপতি রায়হানুল ইসলাম, রাজশাহী জেলার আরিফুল ইসলাম গালীব, নাটোরের আকরাম খান, সিরাজগঞ্জের তরিকুল ইসলাম, গোপালগঞ্জের মাহফুজ আহমেদ সহ মোট ৩৭জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD