October 14, 2024, 5:09 am
যমুনা নিউজ বিডি: শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দলে ডাক পেয়েছিলেন স্পিনার আলিস আল ইসলাম। তবে চোটের কারণে ছিটকে গেছেন রহস্যময় এই স্পিনার। তার জায়গায় দলে ডাক পেয়েছেন ব্যাটার জাকের আলি অনিক।
শনিবার (২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ দলের নতুন নির্বাচক কমিটির প্রধান গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, ‘আমরা মনে করি, আলিসের জায়গায় আরেকজন স্পিনার যুক্ত করার পরিবর্তে জাকেরের মতো কাউকে অন্তর্ভুক্ত করায় দলের ভারসাম্য আরও ভালো হবে।
সে মিডল ও লোয়ার মিডল অর্ডারকে দৃঢ়তা দেওয়ার পাশাপাশি ফিনিশার হিসেবে ভূমিকা রাখতে পারে।’সদ্য শেষ হওয়া বিপিএলে দারুণ পারফর্ম করেছেন জাকের। ইনিংসের শেষদিকে নেমে দ্রুত রান তোলার দায়িত্ব ছিল তার কাঁধে। ১৪১.১৩ স্ট্রাইক রেটে ১৯৯ রান করেছেন এই ব্যাটার।