April 29, 2024, 8:17 am

পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসে আমার নাম বাদ দেওয়া হয়েছে : কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, আজ সকল পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসে আমার নাম বাদ দিয়ে লিখেছে বর্তমান সরকার। এটা কি মুক্তিযুদ্ধের স্বপক্ষের দলের পক্ষে শোভা পায়? পরবর্তী প্রজন্মকে ভুল শেখাচ্ছে।

শনিবার (২ মার্চ) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘কাদেরিয়া বাহিনীর ২৭নং হিরো কোম্পানির ৭১’ গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, মুক্তিযোদ্ধাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান উপাধি দেওয়া হয়েছে। কিন্তু তারা আজ আর সেখানে নাই, নিজেরা নিজেদের মর্যাদা ধরে রাখতে পারেনি, কারণ তারা সত্যিকারের শ্রেষ্ঠ সন্তান না।

তিনি আরও বলেন, শৈশব-কৈশোর গেছে দুরন্তপনায়, যৌবনে এসেও কোনো নারীর প্রেমে পড়িনি। তবে যৌবনে প্রেমে পড়েছি বঙ্গবন্ধুর। তিনি আমাকে বঙ্গবীর নয় বঙ্গপীর বলে ডাকতেন। এরপর দীর্ঘ পথ পাড়ি দিয়ে আবার প্রেমে পড়েছি বইয়ের।

কাদেরিয়া বাহিনীর কোম্পানি কমান্ডার মো. আব্দুল হাকীম বীর প্রতীকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আজিজুল হক আজিজ, সাবেক যুগ্ম সচিব মো. শফিকুল ইসলাম, বিশিষ্ট লেখক অধ্যাপক মির্জা মহীউদ্দীন আহমেদ, মুক্তিযুদ্ধের গবেষক ও লেখক মামুন তরফদার, বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান বদি, আব্দুস সামাদ গামা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD