April 30, 2024, 2:54 pm

মেঘনায় নিষিদ্ধ জালে মাছ শিকার, ২৬ জেলের অর্থদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা নদীতে বিশেষ কম্বিং অপারেশন চালিয়ে ২৬ জেলেকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ২ টি পাইজাল ও ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ এবং ১২ শতাধিক চর ঘেরা জালের খুঁটি অপসারণ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচিত্র রঞ্জন দাশ।

সোমবার (২৬ ফেব্রুয়রি) দিনব্যাপী উপজেলার মাতাব্বর হাট থেকে মেঘনা নদীর ভোলার সীমান্ত মাঝের চর, হেতনার খাল এলাকায় এ অভিযান চালানো হয়েছে।

কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস বলেন, কমলনগরের মেঘনা নদীতে বিশেষ কম্বিং অপারেশন-২৪ এর ৪র্থ ধাপের ৫ম দিনে মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ডের যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৬ জন জেলের বিভিন্ন অংকে জরিমানা করা হয়েছে। জব্দকৃত নিষিদ্ধ জাল এবং চর ঘেরা খুঁটি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

অভিযানে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক সঞ্জয় দেবনাথ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD