October 11, 2024, 9:43 am
যমুনা নিউজ বিডি: যশস্বী জয়সওয়ালের অপরাজিত ২১৪ রানের সুবাদে ইংল্যান্ডকে ৫৫৭ রানের পাহাড়সমান লক্ষ্য দেয় ভারত। তবে ভারতীয় স্পিন তোপে দাঁড়াতেই পারেনি সফরকারীদের ব্যাটিং লাইন-আপ। রবীন্দ্র জাদেজার ফাইফারে মাত্র ১২২ রানেই গুটিয়ে গেছে ইংলিশরা। ফলে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ৪৩৪ রানের জয়ের স্বাদ নিয়েছে স্বাগতিকেরা। এই জয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল রোহিত শর্মার দল।
ভারতের ছুঁড়ে দেওয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে চা-বিরতির আগেই ২ উইকেট হারায় ইংল্যান্ড। ১৮ রানে জোড়া উইকেট হারানোর পর বাকি সেশনে কোনো প্রতিরোধই গড়তে পারেনি ইংলিশ শিবির। শেষ বিকেলে বাকি ৮ উইকেট হারিয়ে রেকর্ড ব্যবধানে পরাজয় দেখেছে তারা। ইংলিশদের হয়ে সর্বোচ্চ ৩৩ রান আসে মার্ক উডের ব্যাট থেকে। এ ছাড়া আর কোনো ব্যাটারই বিশের কোটা ছাড়াতে পারেননি।
১২ দশমিক ৪ ওভারে ৪১ রান খরচায় ৫ উইকেট নেন জাদেজা। টেস্ট ক্যারিয়ারে একই ম্যাচে দ্বিতীয়বার সেঞ্চুরি ও ফাইফারের কীর্তি গড়েছেন এই অলরাউন্ডার।
এর আগে, ২ উইকেটে ১৯৬ রানে চতুর্থ দিনের খেলা শুরু করে ভারত। এরপর ইংলিশদের বিপক্ষে তৃতীয় টেস্টেও ডবল সেঞ্চুরির মাইলফলকে নাম লেখান ওপেনার জয়সওয়াল। শেষ পর্যন্ত ২৩৬ বলে ১৪ চার ও ১০ ছক্কায় ২১৪ রানে অপরাজিত ছিলেন জয়সওয়াল।
আরও পড়ুন
বিপিএলে খেলতে পারবেন তো মোস্তাফিজ?
ইনিংস ঘোষণার আগে জয়সওয়ালের সঙ্গে ৬৮ রানে অপরাজিত ছিলেন সরফরাজ খান। শেষ পর্যন্ত ৯৮ ওভারে ৪ উইকেটে ৪৩০ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত।
এরও আগে, রাজকোট টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে ৪৪৫ রানে থামে ভারতের প্রথম ইনিংস। সেঞ্চুরি হাঁকান রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা।
জবাব দিতে নেমে ভালো শুরু করলেও শেষটা রাঙাতে পারেনি ইংল্যান্ড। বেন ডাকেটের ১৫৩ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে ৩১৯ রানে থামে ইংলিশদের প্রথম ইনিংস। ফলে ১২৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে সফরকারীরা।