October 11, 2024, 9:23 am
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুই ইটভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর ১৫ (১) ধারা লঙ্ঘন করায় রাণীশংকৈল উপজেলার মহেষপুর এলাকায় অবস্থিত জেএমকে ও ফোর স্টার ব্রিকস নামে দুই প্রতিষ্ঠানের মালিককে ১ লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করেছেন তিনি। এছাড়াও ভাটা দু’টি পানি দিয়ে তাৎক্ষনিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অভিযান পরিচালনার সময় রাণীশংকৈল থানার একদল পুলিশ এবং ইটভাটার অগ্নি নির্বাপনের জন্য উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা কাজ করেন।
জেলা প্রশাসক মো. মাহাবুবুর রহমান জানান, নিয়ম না মেনে ইটভাটা চালানোর অপরাধে দুই ইট ভাটার মালিককে জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।