October 16, 2024, 6:17 am

সনি র‌্যাংগসের এমডিসহ ৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠি

যমুনা নিউজ বিডি: অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থপাচারের অভিযোগে সনি র‌্যাংগস ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হোসাইনসহ চার কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২১ জানুয়ারি) সিআইডির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শককে দেওয়া চিঠিতে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে। চিঠির সঙ্গে অভিযোগসহ সংশ্লিষ্ট ৫৭ পাতার নথিপত্র যুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, সনি র‌্যাংগস ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হোসাইন, উপব্যবস্থাপনা পরিচালক বিনাস হুসাইন, ডেপুটি জেনারেল ম্যানেজার জানে আলম ও নজরুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD