May 5, 2024, 4:57 am

৩৭ বিজিবি’র অভিযানে গোল কাঠ জব্দ

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদুতে ৩৭ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ গামারী কাঠ জব্দ করা হয়েছে। বিজিবি’র অভিযানে (রাজনগর ব্যাটালিয়ন) ৭৬,৩৯৫/- (ছিয়াত্তর হাজার তিনশত পঁচানব্বই) টাকার অবৈধ গোলকাঠ জব্দ করা হয়।

১৯ ডিসেম্বর (মঙ্গলবার) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র কাছে খবর আসে, ৪নং বগাচতর ইউনিয়নের ঠেকাপাড়া এলাকায় অবৈধ গামারী কাঠ সংরক্ষিত রয়েছে ।

উক্ত সংবাদের ভিত্তিতে বিজিবি জোন কমান্ডার লেঃ কর্ণেল শাহ্ মোঃ শাকিল আলম, এসপিপি এর নির্দেশনায় অত্র ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে রাজনগর ব্যাটালিয়ন সদর হতে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করেন।

বিজিবি টহল দল উক্ত এলাকায় পৌঁছলে চোরাকারবারীরা টহল দলের উপস্থিতি টের পেয়ে কাঠ রেখে দ্রুত পালিয়ে যায়। পরে অভিযানে বিজিবি কর্তৃক বর্ণিত স্থান হতে ৫০.৯৩ সিএফটি গামারী গোল কাঠ জব্দ করে। জব্দ কৃত কাঠের আনুমানিক মূল্য ৭৬,৩৯৫/- (ছিয়াত্তর হাজার তিনশত পঁচানব্বই) টাকা। আটককৃত গোলকাঠ রাঙ্গীপাড়া ফরেস্ট অফিসে হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে রাজনগর জোন কমান্ডার জানান, অবৈধ কাঠ চোরাচালানের বিরুদ্ধে আমাদের চলমান আভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD