October 13, 2024, 2:16 am
নন্দীগ্রাম প্রতিনিধিঃ ৮ম ধাপে আগামী ১৫ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১ নং বুড়ইল ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী, সংরক্ষিত নারী সদস্যপদে ১৪ জন এবং সাধারণ সদস্যপদে ৩৬ জন প্রার্থী মঙ্গলবার (১৭ ই মে) শেষদিনে উপজেলা নির্বাচন অফিসে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মোঃ আব্দুস সালামের নিকট মনোনয়নপত্র দাখিল করেন।
১ নং বুড়ইল ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে মনোনয়ন প্রাপ্ত প্রার্থী মোঃ মোফাজ্জল হোসেন মন্ডল, জিয়াউর রহমান জিয়া (স্বতন্ত্র), মোঃ আব্দুল মালেক (স্বতন্ত্র), রুহুল আমিন (হিমেল) (স্বতন্ত্র), ভবেশ চন্দ্র সরকার (স্বতন্ত্র), মোঃ আহসানুল হক (স্বতন্ত্র)।
উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুস সালাম বলেন, ৮ম ধাপের ঘোষিত তফশিল অনুযায়ী ১৭ ই মে মনোনয়নপত্র উউত্তোলন জমাদানের শেষ তারিখ, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯ শে মে, প্রার্থিতা প্রত্যাহার ২৬ শে মে, প্রতীক বরাদ্দ ২৭ শে মে এবং ১৫ ই জুন ইভিএম এর মাধ্যেমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।