April 25, 2024, 10:31 am

আজ সোমালিয়ার প্রেসিডেন্ট নির্বাচন, রাজধানীতে কারফিউ জারি

যমুনা নিউজ বিডিঃ আজ রবিবার আফ্রিকার দেশ সোমালিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট উপলক্ষে রাজধানী মোগাদিশুতে ৩৩ ঘণ্টার কারফিউ ঘোষণা করা হয়েছে দেশটির পুলিশ বিভাগ। খবর আল-জাজিরা ও টিআরটি ওয়ার্ল্ডের। এক সংবাদ সম্মেলনে এ খবর নিশ্চিত করেছেন সোমালিয়া পুলিশের মুখপাত্র আবদিফাতাহ আদেন। তিনি জানিয়েছেন, ভোটের দিন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে জনসাধারণকে ঘরে রাখতে ৩৩ ঘণ্টার এই কারফিউ জারি করা হয়েছে।

তিনি বলেন, রাজধানীতে স্থানীয় সময় শনিবার রাত ৯টা থেকে এই কারফিউ শুরু হবে, চলবে সোমবার সকাল ছয়টা পর্যন্ত। তবে কারফিউ চলাকালে সংসদ সদস্য, নিরাপত্তাকর্মী এবং নির্বাচন সংশ্লিষ্টদের চলাচলে কোনো বাধা থাকবে না।
উল্লেখ্য, বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহি মোহাম্মদ এবার নির্বাচনে দুইজন সাবেক প্রেসিডেন্টসহ ৩৭ জন প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে ভোটে লড়ছেন। কাল সংসদ সদস্যদের ভোটে সোমালিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD