September 28, 2023, 1:24 am
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বিরোধী দলের মিথ্যাচার ও বিভ্রান্ত ছড়ানোর বিরুদ্ধে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু।
তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার সারাদেশে ব্যাপক উন্নয়ন করেছে। সরকারের এ উন্নয়ন বিএনপি দলীয় নেতা কর্মীদের সহ্য হচ্ছে না। রাজনীতিতে দেউলিয়া হয়ে বিএনপি এখন মিথ্যাচারে মেতে উঠেছে। এসব ব্যাপারে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ সরকারের বিজয়ের লক্ষ্যে সরকারের উন্নয়নের চিত্র মানুষের মাঝে তুলে ধরতে হবে। তৃণমূলের নেতা কর্মীদের মানুষের ঘরে ঘরে গিয়ে নৌকার বিজয়ের লক্ষ্যে কাজ করতে হবে।
আজ শুক্রবার (১৪ জুলাই) বিকেল ৫টায় মথুরাপুর বাজার এলাকায় গণসংযোগ শেষে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন মথুরাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস মল্লিক।
মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জামালের সঞ্চালনায় এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি শিল্পী রহমান, আওয়ামী লীগ নেতা কুদরত-ই-খুদা জুয়েল ও নুরুল আমিন চান।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা আতউর রহমান আতা, আব্দুর রাজ্জাক, এসএম মাসুদ রানা, রকিবুল হাসান বিদ্যুৎ, নাজনীল নাহার, আরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম মুঞ্জু, শাহ আলম তালুকদার, কৃষক লীগ নেতা সাচ্চু মল্লিক, যুবলীগ নেতা সুজাউদ্দৌলা রিপন, জাহাঙ্গীর আলম ডলার, মইনুল ইসলাম, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম, আবু সালেহ স্বপন ও সনেট সরকার প্রমুখ।