September 26, 2023, 11:03 pm

বগুড়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের উদ্বোধনী খেলা গোলশূণ্য ড্র

ষ্টাফ রিপোর্টার: বগুড়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় শাজাহানপুর উপজেলা দল আদমদিঘী উপজেলা দলের মুখোমুখী হয়। উদ্বোধনী খেলায় কোন দল গোল না করতে না পারায় খেলাটি গোলশূণ্য ড্র হয়েছে।

আজ শুক্রবার (১৪ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে শহীদ চাঁন্দু স্টেডিয়াম সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দীন ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ এনডিসি। এই টুর্নামেন্টে চারটি ভেন্যুতে ১২টি উপজেলা দল অংশগ্রহণ করছে।

বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজিত এবারের টুর্নামেন্টের শ্লোগান ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাদক ও সন্ত্রাসকে না বলি’। বগুড়ার জেলা প্রশাসক মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ এনডিসি বলেন, প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন।

সেই ঘোষণা সফল করতে যুব সমাজদের মাদক ও সন্ত্রাসবাদ থেকে দূরে রাখতে হবে। এজন্য খেলাধুলার বিকল্প নেই। তিনি তরুণ যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করার আহবান জানান। জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মো. মকবুল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন।

উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আফসানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলামসহ বিভিন্ন উপজেলা চেয়ারম্যান ও উপহেলা নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন উপজেলার ভাইস চেয়ারম্যানবৃন্দ। উদ্ধোধনী খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD