September 24, 2023, 4:51 am

২০০ রুশ সেনাকে হত্যার দাবি ইউক্রেনের

যমুনা নিউজ বিডিঃ অধিকৃত তোকমাক শহরে রাশিয়ান ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। এতে অন্তত ২০০ রুশ সেনা ও সেনানায়ক নিহত হয়েছে বলে ইউক্রেনের কর্মকর্তা জানিয়েছেন। সিএনএনের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে অধিকৃত দক্ষিণাঞ্চলীয় ইউক্রেনীয় শহর মেলিতপোলের মেয়র ইভান ফেদোরোভ বলেছেন, দতোকমাকে দখলদারদের অবস্থানে আমাদের প্রতিরক্ষা বাহিনী সফলভাবে লড়াই ও প্রতিরোধ গড়ে তুলেছে।’

তবে ইউক্রেনের এ কর্মকর্তার দাবির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে সিএননের প্রতিবেদনে বলা হয়েছে। তবে ইভান দাবি করেছে, গোয়েন্দা রিপোর্টে রাশিয়ার এক ঘাঁটিতে হামলার কথা জানানো হয়েছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৫০০-এর বেশি দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।

এদিকে ইউক্রেন জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্লাস্টার বোমা পেয়েছে। রাশিয়ার হুমকি সত্ত্বেও ইউক্রেনকে এ বোমা পাঠানোয় যুদ্ধের তীব্রতা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD