September 24, 2023, 3:50 am
স্টাফ রিপোর্টার: বগুড়ায় ১৬ কেজি গাঁজা,২০০ পিস ইয়াবা, ৪০ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ২ হাজার টাকাসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়ার ডিবি পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের মাদকদ্রব্যসহ গ্রেফতার করে।
ডিবি সূত্র জানায়, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম ও পিপিএম এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ প্রশাসন, মো,স্নিগ্ধ আখতার ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো, শরাফাত ইসলামের তত্ত্বাবধানে ডিবির ওসির নেতৃত্বে ডিবির একাধিক টিম মাদক বিরোধী অভিযানে নামে।
অভিযানকালে গত ১৩ জুলাই রাত ১০ টার দিকে শহরের উপকণ্ঠে শাকপালা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা সহ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নুর আলম (২৭),ইব্রাহিম খলিল (৩৫) ও মনিরুজ্জামান মিয়া (২৬)কে গ্রেফতার করা হয়।
এদিকে একই দিন রাত ৮টার দিকে শহরের স্টেশন রোডে বিআরটিসি বাস ডিপোর কাছ থেকে ২০০ ইয়াবা সহ শাহজাহানপুরের ডোমনপুকুর এলাকার শাজাহান আলী (৪০)কে গ্রেফতার করা হয়েছে।
অপরদিকে, একই দিন সন্ধ্যা ৬টার দিকে সদরের চোখ আকাশ তারা এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ শফিকুল ইসলাম ( ৩০), নামে একজনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে গাজা বিক্রির ২ হাজার টাকা পাওয়া যায়।
সেইসাথে সন্ধ্যায় শহরের বাদুড়তলা ভাংরি পটি এলাকা থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ সদরের পলি কুকরুল গ্রামের সোহাগ ইসলাম (২২)কে গ্রেফতার করা হয়। আজ তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।