September 26, 2023, 10:28 pm
যমুনা নিউজ বিডিঃ বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবিতে বুধবার দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ শুরু হবে। অন্যদিকে বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট সংলগ্ন স্থানে ‘শান্তি সমাবেশ’ করবে আওয়ামী লীগ। দেশের প্রধান দুই রাজনৈতিক দলের একই দিনে কাছাকাছি স্থান ও সময়ে সমাবেশ ঘিরে সকাল থেকে রাজধানী ঢাকার বিভিন্ন ব্যস্ততম সড়ক ফাঁকা দেখা গেছে। যান চলাচল স্বাভাবিক থাকলেও অন্যান্য দিনের তুলনায় তা অনেক কম।
বুধবার (১২ জুলাই) সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর শনিরআখড়া, কাজলা, যাত্রাবাড়ী, গুলিস্থান, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, রামপুরা, বাড্ডা, প্রেসক্লাব, হাইকোর্ট মোড়, শিক্ষা ভবনসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সড়কে যানবাহনের তেমন চাপ নেই। যানজট ছাড়াই চলছে গাড়িগুলো। নগরবাসী অনেকটা নির্বিঘেœ চলাচল করছেন। তবে সড়কে যান ও যাত্রীর সংখ্যা তুলনামূলক কম।
আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে ঢাকার রাজনীতিতে আজ বাড়তি উত্তাপ। এরই প্রভাব পড়েছে রাজধানীবাসীর মধ্যেও। বিভিন্ন সড়কে আজ অন্যান্য দিনের তুলনায় গাড়ির সংখ্যা যেমন কম, মানুষের যাতায়াতও কিছুটা সীমিত।
রাজধানীর কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, রামপুরা, বাড্ডা এলাকায়ও যান চলাচল ছিল স্বাভাবিক। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, রামপুরা ও বাড্ডা এলাকায় যান চলাচল স্বাভাবিক ছিল। সিগন্যাল ছাড়া কোনো যানজট হয়নি এসব সড়কে।
সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক ছিল ফাঁকা। যানবাহনের বাড়তি চাপ ছিল না বলে জানান বাস চালক ও ট্রাফিক পুলিশের সদস্যরা। ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) চানখাঁরপুলে হানিফ ফ্লাইওভারের প্রবেশপথে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব থাকা আবদুল আজিজ বলেন, সকাল থেকে রাস্তায় গাড়ি কম। অন্যান্য দিনের তুলনায় রাস্তায় মানুষের সংখ্যাও কম। দুই দলের সমাবেশের কারণে হয়তো গাড়ি কম চলাচল করছে। হাইকোর্ট মোড়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট সাইদুর রহমান বলেন, সকাল থেকে গাড়ি চলাচল স্বাভাবিক। সড়কে বাড়তি কোনো চাপ নেই।
ফার্মগেট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউর রহমান জানান, সকাল থেকে বিজয় স্বরণি ও ফার্মগেট এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। সড়কে বাড়তি চাপ নেই।