September 24, 2023, 4:43 am

বগুড়ায় শ্রেষ্ঠ ইন্সপেক্টর হলেন সদর থানার শাহীনুজ্জামান

ষ্টাফ রিপোর্টারঃ যোগদানের এক মাসের মধ্যেই বগুড়ায় শ্রেষ্ঠ ইন্সপেক্টর হয়েছেন বগুড়া সদর থানার শাহীনুজ্জামান। শনিবার সকালে জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী তাকে জেলার শ্রেষ্ঠ ইন্সপেক্টর হিসেবে ঘোষণা করেন। একই সময় শ্রেষ্ঠ ইন্সপেক্টর হিসেবে তাকে ক্রেষ্ট ও সনদ প্রদান করেন পুলিশ সুপার।

ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান বগুড়া সদর থানায় চলতি বছরের গত ১১ জুন যোগদানের পরেই এক মাসের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন। এই বিষয়ে সদর থানার ইন্সপেক্টর(তদন্ত) শাহীনুজ্জমানা বলেন, আমার এই অর্জনের পেছনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিবিড় তদারকিসহ সদর থানা পুলিশের সব সদস্যের অক্লান্ত পরিশ্রম, কর্তব্যনিষ্ঠা এবং দায়িত্বের প্রতি তাদের আনুগত্য জড়িয়ে আছে।

তিনি আরো বলেন, যেকোনো পুরস্কারই ভালো কাজে উৎসাহ জোগায়। আমাকে এ সম্মানে ভূষিত করার জন্য পুলিশ সুপার স্যারসহ ঊর্ধ্বতন সব কর্মকর্তার প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উল্লেখ্যঃ ২০১১ সালে পুলিশ বাহিনীতে যোগ দেয়া ইন্সপেক্টর শাহীনুজ্জামান বগুড়া সদর থানার আগেও বগুড়া সদর ফাঁড়িতে ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD