October 3, 2023, 2:35 pm

কলকাতায় বঙ্গনারী সম্মাননা পেলেন মেহরীন

যমুনা নিউজ বিডিঃ কলকাতায় বঙ্গনারী সম্মাননা পেলেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী মেহরীন মাহমুদ। গেল সপ্তাহে তার হাতে এ সম্মাননা পুরস্কার তুলে দেন ভারতের হিউম্যান রাইটস এর চেয়ারম্যান বুম্বা চক্রবর্তী, অভিনেত্রী প্রিয়া কার্পা, আয়োজক সুরিয়া সিনহা এবং অভিনেত্রী সোমা চক্রবর্তী।

সুরিয়া সিনহা এবং উইনারস প্রেজেন্টস মেহরীনকে এ সম্মাননা পুরস্কার দেঢ রেডউইন ইন্টারটেইনমেন্ট ইনিশিয়েটিভ।

গেল সপ্তাহে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের (আইসিসিআর) সত্যজিৎ রায় অডিটরিয়ামে এই সম্মাননা অনুষ্ঠান হয়। বাংলার সফল নারীদের হাতে তুলে দেওয়া হয় এই সম্মাননা।

বিনোদন অঙ্গনে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ থেকে সংগীতশিল্পী মেহরীনকে দেওয়া হয় এই পুরস্কার । তিনি ছাড়াও মমতা শংকর, অপরাজিতা আঢ্যসহ ১৯ জনকে এবার সম্মাননা দিয়েছে সংগঠনটি।

যে সব মায়েরা সন্তানদের এগিয়ে নিতে নিজেরা আজীবন আড়ালে থেকে যান তাদের প্রতি বঙ্গনারী সম্মাননাটি উৎসর্গ করেছেন সংগীতশিল্পী মেহরীন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD