October 3, 2023, 2:22 pm

মা হারালেন মিঠুন চক্রবর্তী

যমুনা নিউজ বিডিঃ বছর তিনেক আগে বাবাকে হারান অভিনেতা মিঠুন চক্রবর্তী। এবার মাকে হারালেন। শুক্রবার মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতার মা শান্তিরানি চক্রবর্তী।

এই খবর ছড়িয়ে পড়তেই নানা রকম বিভ্রান্তির তৈরি হয়। তবে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে বিষয়টি নিশ্চিত করে মিঠুনের কনিষ্ঠ পুত্র নমশি চক্রবর্তী বলেন, ‘হ্যাঁ, খবরটা সত্যি। ঠাকুমা আর আমাদের মধ্যে নেই।’

অভিনেতার মায়ের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি টুইট করে লেখেন, ‘মাতৃবিয়োগের জন্য মিঠুন চক্রবর্তীকে জানাই আন্তরিক সমবেদনা। আশা করি, মিঠুনদা ও তার পরিবার এই গভীর শোক সামলে উঠবেন।’

এই মুহূর্তে মিঠুন চক্রবর্তীকে দেখা যাচ্ছে রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এ। বহু বছর পর ফের এই শোয়ের মাধ্যমে বাংলা টেলিভিশনে ফিরছেন তিনি। দিন কয়েক আগে ‘ডিবিডি’র সেটে বাবার মৃত্যুর স্মৃতিচারণা করতে শোনা যায়। এর দিন কয়েকের মধ্যেই মাকে হারালেন অভিনেতা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD