October 4, 2023, 12:46 am

ভোলার মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি, আহত-২

 সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধিঃ ভোলার মেঘনা নদীতে তাসরিফ-২ নামের লঞ্চের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলারে থাকায় দুই জেলেকে আহত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- মো. বজলুর রহমান মাঝি ও তার ছেলে আব্দুর করিম মাঝি। তাদের বাড়ি ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি গ্রামে বলে জানা গেছে। বুধবার (৫ জুলাই) সন্ধ্যার দিকে ভোলার তুলাতুলি এলাকার ইলিশা বাড়ি পর্যটন কেন্দ্র সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে। তুলাতুলি মৎস্য ঘাটের আড়ৎদারেরা জানান, একটি ট্রলার নিয়ে বিকেল থেকে তুলাতুলি ইলিশা বাড়ি পর্যটন কেন্দ্র সংলগ্ন মেঘনা নদীতে বজলুর রহমান মাঝি ও তার ছেলে করিম মাঝি মাছ শিকার করছিলেন। ওই সময় হাতিয়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী তাসরিফ-২ নামের লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যা। স্থানীয়রা তাদের চিৎকারে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার হোসেন জানান, জেলেদের পক্ষ থেকে এখনো অভিযোগ দেওয়া হয়নি। তারপরও তারা খোঁজ-খবর নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD