September 26, 2023, 4:58 am
কাহালু প্রতিনিধিঃ বগুড়ায় এক ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৫ জুলাই) দুপুরে কাহালু থিয়েটার সড়কের উত্তর পাশে স্টার বিল্ডিংয়ের তৃতীয় তলায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু মুসা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, মনোয়ারা বেগম অবসরপ্রাপ্ত একজন উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার। তিনি ডাক্তার না হয়েও গাইনি ডাক্তার পরিচয়ে প্রতিদিন চেম্বারে বসে রোগী দেখেন। সম্প্রতি রোগীদের ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ পেয়ে তার চেম্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে রোগীসহ তাকে হাতেনাতে ধরা হয়।
আবু মুসা বলেন, ভুয়া ডাক্তার সেজে রোগী দেখা ও ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগে মনোয়ারা বেগমকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ডাক্তার পরিচয় ব্যবহার করে চেম্বারে বসে আর রোগী দেখবে না ও চিকিৎসা করবে না মর্মে মনোয়ারা বেগমের অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।
অভিযানে কাহালু হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মাশরুরুল আলম জাকি ও কাহালু থানার এসআই নাজমুল হক উপস্থিত ছিলেন।