September 28, 2023, 12:10 am
যমুনা নিউজ বিডি: ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত পুলিশ সদস্য মনিরুজ্জামান তালুকদারের পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। বুধবার (৫ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে এ অনুদান প্রদান করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, মনিরুজ্জামানের স্ত্রী দুই সন্তান নিয়ে আজ সকালে ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন ডিএমপি কমিশনার। পরে তার পরিবারের হাতে ২ লাখ টাকার আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
এ সময় মনিরুজ্জামানের পরিবারকে ভবিষ্যতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
প্রসঙ্গত, শনিবার (১ জুলাই) ভোর সোয়া চারটায় ফার্মগেট সেজান পয়েন্টের সামনে কনস্টেবল মনিরুজ্জামানকে ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক তেজগাঁও বিভাগে কর্মরত ছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও দুই পুত্র সন্তান রেখে গেছেন মনিরুজ্জামান।