September 24, 2023, 3:17 am
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল,সমাবেশ ও সংবাদ সম্মেলন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। বিক্ষোভ মিছিল শেষে প্রেস-ক্লাবের সামনে মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাব হল রুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও নবগঠিত কমিটির ১ নং সহসভাপতি গোলাম রব্বানী জানান, গত ১৮ জুন উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন উপলক্ষে বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হয় । গত ২৭ জুন বগুড়া জেলা ছাত্রলীগ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে হাবিবুর রহমান সভাপতি এবং পলাশ আহম্মেদকে সাধারণ সম্পাদক করে সারিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষনা করে। উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি হাবিবুর রহমান ফুলবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন কালে ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের তৎকালীন সভাপতি বীরমুক্তিযোদ্ধা মমতাজুর রহমান মন্তেকে মারধর করে।সেই অভিযোগে উপজেলা ছাত্রলীগের জরুরী সভায় হাবিবুর রহমানকে ফুলবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির পদ থেকে অব্যহতি দেয়া হয় ।সাধারণ সম্পাদক পলাশ আহম্মেদ সারিয়াকান্দি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ন আহবায়কের দায়িত্ব পালন কালে দলীয় শৃংখলা ভংগের কারণে সারিয়াকান্দি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক কমিটি বিলুপ্ত করে উপজেলা ছাত্রলীগ । উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিতে পদ প্রত্যাশী,ত্যাগী,যোগ্য ও সাংগঠনিক ছাত্রনেতাদের রাখা হয়নি। সারিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি অবিলম্বে বাতিল করে যাচাই বাছাই ও তদন্ত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট দাবী জানান। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল,সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শান্ত মিয়া,সাবেক সাংগঠনিক সম্পাদক রাছিউল আলম আকাশ,অর্জুন শমার্, সাবেক ছাত্রলীগ নেতা অমিত রাজভর, সোহাগ মিয়া,মেহেদী হাসান সাহিন, চন্দনবাইশা ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন, পৌর ছাত্রলীগের সভাপতি ওমর আলী, সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিঠু বিন বারিকসহ ছাত্রলীগের সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ ।