October 3, 2023, 3:24 pm
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার পল্লীতে ফেরদৌস (৩২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৮টার দিকে বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের বালাকৈগাড়ী গ্রামের একটি আম বাগান থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। দর্শর্ন্থীদের প্রশ্ন হত্যা না আত্নহত্যা ?
ফেরদৌস জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার কালাই দামপাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিনের পুত্র বলে জানাগেছে। শেখেরকোলা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত অফিসার এসআই ইমতিয়াজ জানান, সকাল ৭টায় স্থানীয় লোকজন পল্লীমঙ্গল- কৈগাড়ী রাস্তার কাঠালতলা ব্রীজের অদুরে রাস্তার পাশ্বেে আম বাগানে এক ব্যাক্তির লাশ পড়ে থাকতে দেখে খবর দেয়। খবর পেয়ে তারা ঘটনা স্থলে আসে। তখন তার পরিচয় জানা যায়নি। পরে দর্শর্ন্থীদের মধ্যে একজন চিনতে পারলে তার পরিচয় জানা যায়। তিনি আরও জানান, মোবাইল ফোনে তার পারিবারিক সুত্রে জানাগেছে নিহত ফেরদৌস গতকাল তার বাড়িথেকে রাগ করে বের হয়েছে, সে হার্ডের একজন রুগী। হত্যা না আত্নহত্যা এখনও বলা যাচ্ছে না। প্রথমিক তদন্তে পুলিশ বলছে, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন নাই। সে কি কারণে মারাগেছে পোষ্টমটাম রিপটে জানা যাবে। সকাল ১০টায় তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশটি এক নজর দেখার জন্য শত-শত জনতা ভিড় জমায়।