October 3, 2023, 1:36 pm

নওয়াজ শরিফ দেশে ফিরে নির্বাচন করবেন

যমুনা নিউজ বিডিঃ সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফ দেশে ফিরে সাধারণ নির্বাচন করবেন। কারণ তার নির্বাচনী রাজনীতি করতে কোনো বাধা নেই। এমন মন্তব্য করেছেন পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার।

জিও নিউজে সোমবারের আজ শাহজাইব খানজাদা কি সাথ অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, নওয়াজ যদি নির্বাচন করেন, তবে তিনিই হবেন দলের প্রধানমন্ত্রী প্রার্থী। আর বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার অধীনে কাজ করবেন।

তিনি বলেন, ‘মিয়া শাহবাজ শরিফ এবং আমরা সবাই চাই তিনি দেশে ফিরে আসুন এবং দেশকে নেতৃত্ব দিন। কারণ আমাদের বিশ্লেষণ অনুযায়ী, তিনিই একমাত্র রাষ্ট্রনায়ক।’

দার বলেন, দল যখন বলবে, তখন তিনি দেশে ফিরবেন। তার দেশে ফেরার পথে কোনো আইনি বাধা নেই। তিনি নির্বাচনেও অংশ নিতে পারবেন।

উল্লেখ্য, চিকিৎসাগত কারণে ২০১৯ সালের নভেম্বর থেকে নওয়াজ লন্ডনে বাস করছেন।
নওয়াজ গত ২৪ জুন সংযুক্ত আরব আমিরাত যান। সেখানে তিনি পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) শীর্ষ নেতা আসিফ আলী জারদারি এবং বিলওয়াল ভুট্টোর সাথে আলোচনা করেন।

সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD