September 28, 2023, 1:02 am

News Headline :
জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধু পরিষদের অভিনন্দন ভিসানীতি নিয়ে বিব্রত বিভ্রান্ত কিংবা আতঙ্কিত হওয়ার কিছু নেই: নওগাঁয় স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লেন টাইগাররা মহানবী (সা.) এর আদর্শ মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা নন্দীগ্রামে বিশ্ব পর্যটন দিবস পালি বগুড়া মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল এন্ড কলেজ বার্ষিক বিজ্ঞান ও ব্যবসায় উদ্ভাবন মেলা অনুষ্ঠিত বগুড়া সদরের বামনপাড়া থেকে অটোরিক্সা ছিনতাইকারী মহিলা গ্যাং এর ২ সদস্য আটক বগুড়ায় বিশ্ব পর্যটন দিবস পালিত ৫ বছরে এআইআইবি বাংলাদেশে ৪০০ কোটি ডলার বিনিয়োগ করবে

২০২৩ অর্থবছরের রপ্তানি আয় সব রেকর্ড ভাঙলো, বেড়েছে ৬.৬৭ শতাংশ

যমুনা নিউজ বিডিঃ বিদায়ী অর্থবছরে (২০২২-২০২৩ রপ্তানি আয় ৬ দশমিক ৬৭ শতাংশ বেড়ে ৫৫ দশমিক ৫৫ বিলিয়ন ডলার হয়েছে। যা এ যাবতকালের সর্বোচ্চ রপ্তানি আয়। এর আগে ২০২১-২২ অর্থবছরের রপ্তানি আয় ছিল ৫২.০৮ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের চেয়ে এবছর ৬.৬৭ শতাংশ বেড়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সাম্প্রতিক তথ্যে এ তথ্য জানানো হয়েছে।

যদিও এই আয় রপ্তানি লক্ষ্যমাত্রার চেয়ে ৪.২৮ শতাংশ কম। এ অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৮ বিলিয়ন ডলার। তবে চাহিদার ঘাটতি, অর্থনৈতিক অস্থিরতা, ভূ-রাজনৈতিক সংকট ও মূল্যস্ফীতির চাপের কারণে তা অর্জন হয়নি।

তৈরি পোশাক (আরএমজি) খাত ছাড়াও, উদ্বেগজনকভাবে বেশিরভাগ উল্লেখযোগ্য রপ্তানি খাত যেমন- চামড়া, পাট, হোম টেক্সটাইল, কৃষি পণ্য ও প্রকৌশল পণ্যে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।

২০২৩ অর্থবছরের জুনের এক মাসে বাংলাদেশ ৫.০৩ বিলিয়ন ডলার আয় করেছে, যা গত অর্থবছরের জুনের ৪.৯ বিলিয়ন ডলার থেকে ২.৫১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এ অর্থবছরে তৈরি পোশাক (আরএমজি) খাতে সর্বোচ্চ ৪৬.৯৯ বিলিয়ন ডলার আয় হয়েছে। আগের অর্থবছরে এই আয়ের পরিমাণ ছিল ৪২.৬১ মিলিয়ন ডলার।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD