September 26, 2023, 10:33 pm

সিলেট ও রাজশাহী সিটির মেয়রকে শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী

যমুনা নিউজ বিডিঃ সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে নবনির্বাচিত মেয়রদের শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি এই দুই সিটির নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

সোমবার (৩ জুলাই) দুপুর সোয়া ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

গত ২১ জুন অনুষ্ঠিত হয় রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন। রাজশাহীতে আওয়ামী লীগের এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং সিলেটে মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বিজয়ী হন।

রাজশাহীতে এ এইচ এম খায়রুজ্জমান লিটন নৌকা প্রতীক নিয়ে ৪৬ হাজার ৮০৭ ভোট বেশি পেয়ে জয় লাভ করেন। আর সিলেটে আনোয়ারুজ্জামান নৌকা প্রতীক নিয়ে ৬৯ হাজার ১২৯ ভোট বেশি পেয়ে জয় লাভ করেন।

এর আগে, সকাল ১০টায় বরিশাল, খুলনা ও গাজীপুর সিটি নির্বাচনে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD