October 3, 2023, 3:08 pm
তারিকুল আলম, সিরাজগঞ্জঃ দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক যায়যায়দিনের ১৭ বছর পেরিয়ে ১৮তম বর্ষে পর্দাপণ উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান গত (৬ জুন) মঙ্গলবার শহরের এস এস রোডস্থ ডাব্লিউ এফ রেস্টুরেন্ট এ্যান্ড কমিউনিটি সেন্টারের হল রুমে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নাসিম রেজা নূর দীপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব হেলাল আহমেদ,দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মো. ইসমাইল হোসেন,৩নং বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন সেখ, ৮নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.জিয়াউর রহমান জিয়া মুন্সি, সিরাজগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মামুন রশিদ মামুন ।
যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সভাপতি প্রকৌশলী আবু তালহার সভাপতিত্বে ও যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক এইচএম মোকাদ্দেস এর সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, এনটিভির সিরাজগঞ্জ প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্না,এস এ টিভির জেলা প্রতিনিধি রহমত আলী, সলঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ,ঢাকা পোষ্টের জেলা প্রতিনিধি শুভ কুমার ঘোষ,ডেইলি মর্নিং অবজারভার পত্রিকার জেলা প্রতিনিধি রফিউল আলম বাবুল তালুকদার, সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি আজিজুর রহমান মুন্না, নারী সাংবাদিক মোচ্ছাঃ মাকমুদা খাতুন প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন দৈনিক যুগের কথার সিনিয়র স্টাফ রিপোর্টার আহসান হাবিব মুন্না, দৈনিক ভোরের দর্পণের জেলা প্রতিনিধি মো.আল-আমিন, ডেইলি ইন্ডাস্ট্রির স্টাফ রিপোর্টার শিফাত আহমেদ খান,দৈনিক আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি শাহরিয়র পারভেজ জিকো,দীপ্ত টিভির জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শিশির, ডেইলি সিরাজগঞ্জ নিউজ ২৪’ সম্পাদক মাসুদ রেজা, দৈনিক সিরাজগঞ্জ কন্ঠের স্টাফ রিপোর্টার তারিকুল আলম (সুমন) দৈনিক কলম সৈনিকের স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম সুমন দৈনিক তৃতীয় মাত্রার পত্রিকার জেলা প্রতিনিধি মাসুদ রানা বাচ্চু, আলোকিত সকালের জেলা প্রতিনিধি শাহিন রেজা, সাংবাদিক আলী আশরাফ ফ্রেন্ডস ফোরামের সাধারণ সম্পাদক ডাঃ পারভেজ রায়হান, সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম ফরিদসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দৈনিক যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আয়োজনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে আলোচনা সভা শেষে কেক কাটা হয় এবং যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের নব গঠিত কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষনা করা হলে তাদেরকে অতিথিবৃন্দ ফুল দিয়ে বরন করে নেন।