September 28, 2023, 1:46 am
যমুনা নিউজ বিডিঃ বন্ধুত্বের নিদর্শন স্বরূপ মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ-কে বাংলাদেশের প্রসিদ্ধ আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পাঠানো আম সোমবার (৫ জুন) মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
মালদ্বীপের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দেশটির রাষ্ট্রপতির জন্য পাঠানো আম— বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ মালদ্বীপের চিফ অব প্রটোকল আহমেদ সিয়ানের নিকট হস্তান্তর করেন।
মালদ্বীপের চিফ অব প্রটোকল দেশটির রাষ্ট্রপতির পক্ষ হতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা উপহার প্রেরণের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় হাইকমিশনের কাউন্সেলর (শ্রম) ও হেড অব চ্যান্সারি জনাব মো. সোহেল পারভেজ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০২১ ও ২০২২ সালেও প্রধানমন্ত্রী উপহার স্বরুপ মালদ্বীপে বাংলাদেশি আম পাঠিয়েছিলেন।