September 27, 2023, 9:39 am
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার শাজাহানপুরে মাদলা ইউনিয়নের মালীপাড়া গ্রামে জনগনের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিএনপি নেতা আতিকুর রহমান এবং ইউপি সদস্য মিজানুর রহমানের বিরুদ্ধে। এলাকায় প্রভাব বিস্তারের লক্ষ্যে এসব করা হচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসি। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার পরিবার।
মালীপাড়া গ্রামের জনসাধারন জানান, ওই পথ দিয়ে যুগের পর যুগ তারা চলাচল করতেন। কিন্তু হঠাৎ রাস্তা বন্ধ করে দিয়েছে ইউপি সদস্য মিজানুর রহমান এবং সেখানে খুটির কারখানা দিয়েছেন। তারা আরও জানতে পেরেছেন ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান এবং ইউপি সদস্য মিজানুর রহমান জোগ সাজস করে রাস্তার মুখে খুটি পুতে বন্ধ করে দিয়েছে। কারন হিসেবে তারা জানতে পেরেছেন, বিগত নির্বাচনে সেখানকার ভোটাররা ভোট না দেয়ায় তাদের এলাকায় প্রভাব বিস্তারের লক্ষ্যে এসব করা হচ্ছে। বিধায়
বিষয়টি একাধিকবার মাদলা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমানের নিকট অভিযোগ করেও কোন সমাধান পাননি বলে জানান এলাকাবাসি।
স্থানীয়রা জানান, এতে করে তাদের দৈনন্দিন বাজার-ঘাট, ক্ষেত-খামারে যাতায়াত, মা ও শিশুর জরুরি প্রয়োজনে হাসপাতালে নেয়া, এবং ছেলেমেয়েদের স্কুল কলেজে যাতায়াত ভীষন অসুবিধা হয়ে পড়েছে। শুধু তাই নয়, ওই রাস্তার উপরে খুটির কারখানা স্থাপন করে দিনরাত বিকট আওয়াজ চলছে। এতে করে বাড়িতে ও ঘরের মধ্যে ধুলোবালি এসে চোখে মুখে ও নাকের ভিতরে ঢুকে শ^াসকষ্ট সহ নানা রোগবালাই হচ্ছে এবং বিকট আওয়াজের ফলে শিশুরা শ্রুতিশক্তি হারিয়ে ফেলছে। তথাপি কোন ব্যবস্থা না নেয়ায় এলাকাবাসি তাদের কাছে এক ধরনের জিম্মি হয়ে পড়েছে।
আরেকদিকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা এবং ওই ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য ও আওয়ামীলীগ নেত্রী সাবিনা ইয়াসমিনের বাড়ির চারপাশ চেয়ারম্যানের লোকজন ময়লা পানির জলাবদ্ধতা করে রেখেছে। তবে এজন্য সেখানে বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় ড্রেন নির্মান প্রকল্প পাশ হয়। কিন্তু অর্থবছর শেষ হলেও চেয়ারম্যান ও তার লোকজনের আধিপত্যের দাপটে তা বাস্তবায়ন করা হচ্ছেনা। ফলে চরম ভোগান্তিতে পরেছেন ওই আওয়ামীলীগ নেত্রী সহ প্রতিবেশীরা। তিনিও ওই চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ করেও কোন সমাধান পাচ্ছেন না বলে জানিয়েছেন।
এসব বিষয়ে ঐ মাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আতিকুর রহমানের নিকট জানতে চাইলে তিনি কোন কথা বলতে রাজি হননি। এবং সাংবাদিক দেখে দ্রুত ইউনিয়ন পরিষদ থেকে সটকে পড়েন। তবে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেনে শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। আর অনতিবিলম্বে এসব সমস্যার সমাধান করার দাবী জানিয়েছেন এলাকাবাসি।