April 25, 2024, 3:07 pm

মৌসুমী ফলের যত গুণাগুণ

যমুনা নিউজ বিডিঃ গরমের সময় রসালো সব ফলে খুঁজে পান স্বস্তি অনেকে। এ সময়ের ফলগুলো শুধু সুস্বাদু নয়, পুষ্টিগুণেও ভরপুর। ফল খেলে শরীরে পানির ঘাটতি দূর হয়। এ মৌসুমের কয়েকটি ফলের গুণাগুণ-

কাঁঠাল : পটাসিয়ামের ভালো উৎস কাঁঠাল, যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।

এতে বিভিন্ন ফাইটোকেমিক্যালস আছে, যেগুলোর অ্যান্টি-অক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে, ত্বক ভালো রাখে। পাশাপাশি রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করে, হজমপ্রক্রিয়া ভালো রাখতে সাহায্য করে।

আম : আমে প্রি-বায়োটিক ডায়েটারি ফাইবার, ভিটামিন, খনিজ ও পলিফেনোলিক ফ্ল্যাভোনয়েডস অ্যান্টি-অক্সিডেন্টের মতো গুরুত্বপূর্ণ উপাদান আছে। ভিটামিন এ, বিটা ক্যারোটিন, আলফা ক্যারোটিন নামক ফ্ল্যাভোনয়েডসের ভালো উৎস আম।

লিচু : অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স ও ফাইটো-নিউট্রিয়েন্টস ফ্ল্যাভোনয়েডসের ভালো উৎস লিচু। এতে ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, কপার, আয়রন ও ফলিক অ্যাসিড পাওয়া যায়, যা লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় বয়সের ছাপ কমাতে সাহায্য করে।

জাম : ভিটামিন সি, আয়রন, ম্যাগনেসিয়াম, ফাইবার, ভিটামিন এ, পটাসিয়াম ইত্যাদির ভালো উৎস জাম।

এতে থাকা ভিটামিন এ, সি এবং ই ত্বক ভালো রাখতে সাহায্য করে। নিয়মিত জাম খেলে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমে।

জামরুল : আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন এ এবং ভিটামিন সির ভালো উৎস জামরুল। লিভার ও কিডনি পরিষ্কার রাখা, রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি এবং ত্বক ভালো রাখতেও জামরুল বেশ কার্যকর।

সাবধানতা : তবে যাঁরা বিভিন্ন রকম জটিল রোগে ভুগছেন, তাঁরা ডাক্তারদের পরামর্শে ফল খেলে ভালো হয়। পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদ নাহিদা আহমেদ ফরাজী হাসপাতাল, বারিধারা, ঢাকা

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD