admin
- Wednesday, May 31, 2023 / 76 বার পঠিত
সৌরভ মাহমুদ হারুন : বুধবার দপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন পরিষদের আয়োজনে বার্ষিক উম্মুক্ত বাজেট অনুষ্ঠিত হয়েছে উক্ত পরিষদের সভা কক্ষে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার।
আবদুল করিম চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা ও উম্মুক্ত বাজেট পেশ করেন ইউনিয়ন পরিষদের সচিব মার্জনা বেগম।
বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান রকিবুল ইসলাম মেম্বার, ফয়েজ আহমেদ মেম্বার, সাবেক প্যানেল চেয়ারম্যান এবং উপজেলা মেম্বার এসোসিয়েশনের সভাপতি লিটন রেজা, আবদুল করিম খান রিপন মেম্বার, শাহাদাৎ মেম্বার, মানিক মিয়া মেম্বার, মাহফুজ মেম্বার, আবুল কাশেম মেম্বার, জাহের মিয়া মেম্বার, শিল্পি আক্তার মেম্বার, আয়শা আক্তার মেম্বার, নাজমা বেগম মেম্বার। সচিব মার্জানা বেগম ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট পেশ করেন জনস্মুখে। ইউনিয়ন চেয়ারম্যান আবদুল করিম পরিষদের সদস্য এবং ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের ব্যক্তি বর্গের সম্মুখে ১,৩৪,৬০,৯৭৬/- (এক কোটি চৌত্রিশ লক্ষ ষাট হাজার নয়শত ছিয়াত্তর টাকা মাত্র) টাকার বিভিন্ন আয়ের খাত এবং খরচের খাত ব্যাখ্যা করেন ।