April 16, 2024, 5:36 am

সৈয়দপুরে জ্বালানি তেল কম দেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

সৈয়দপুর প্রতিনিধিঃ নীলফামারির সৈয়দপুর উপজেলায় জ্বালানি তেল কম দেয়া ও সনদ না থাকায় দুই ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন আহমেদ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে সহযোগীতায় ছিল জেলা বিএসটিআই।

অভিযানে মেসার্স রওশন এন্ড রজব ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা এবং বাৎসরিক ভেরিফিকেশন সনদ না থাকায় মেসার্স খালেক ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এতে আরও উপস্থিত ছিলেন রংপুর বিএসটিআইয়ের পরিদর্শনকারী কর্মকর্তা জুনায়েদ আহমেদ ও পরিদর্শক মো. হাফিজুর রহমান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD