September 23, 2023, 6:16 pm
পীরগঞ্জ (ঠাকুরগাও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কন্দল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করেন ঠাকুরগাও ৩ আসনের জাতীয় সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ।
উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে উদ্বোধনী মেলায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, পৌর মেয়র ইকরামুল হক, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলাম প্রমূখ। মেলায় নার্সারীর মালিকদের ১৭ টি স্টল ও কৃষদের উৎপাদিত বিভিন্ন প্রজাতির কন্দল ফসল প্রর্দশন করা হয়। উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার লায়লা আরজুমান বেগম ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাকিবুল ইসলাম উদ্বোধনী মেলার উপস্থাপন করেন।