October 3, 2023, 11:21 pm
শেরপুর প্রতিনিধিঃ বগুড়া শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়ক পারাপার হওয়ার সময় বাসের চাকায় পিষ্ট হয়ে বাঁধন (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার বিকেল সাড়ে পাঁচটায় শেরুয়া বটতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। বাঁধন শাহবন্দগী ইউনিয়নের শেরুয়া এলাকায় নয়নের ছেলে সে দি চাইল্ড কেয়ার স্কুলের নবম শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানান, বাঁধন স্কুল শেষে স্কুলেই কোচিং করত। কোচিং শেষ করে বাড়িতে ফেরার জন্য বাই সাইকেল নিয়ে মহাসড়ক পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল রাস্তার চিকন হওয়ায় সাইড দিতে না পেরে সাইকেল কে ধাক্কা দিলে সে সময় রাস্তার মধ্যে ছিটকে পড়ে যায়।
পরবর্তীতে ঢাকাগামী একটি দ্রুতগতির বাস তার মাথার উপর দিয়ে চলে যায়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়।
এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের নাদির হোসেন জানান, লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ থানার ইনচার্জ আব্দুল ওয়াদুদ দৃষ্টি প্রতিদিনকে জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।