May 29, 2023, 12:48 pm

খাবারে নিষিদ্ধ রং, বগুড়ায় ইয়াম ইয়াম ট্রিকে জরিমানা ২০ হাজার

ষ্টাফ রিপার্টারঃ বগুড়ায় ইয়াম ইয়াম ট্রি রেস্টুরেন্ট নামের এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। খাবারে নিষিদ্ধ রং, বাসি খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়ায় এ জরিমানা করা হয়।

শুক্রবার দুপুর ১ টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান চালায়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ে সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, শহরের জলেশ্বরীতলা এলাকায় ইয়াম ইয়াম ট্রি রেস্টুরেন্টে খাবারে নিষিদ্ধ রং, বাসি খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশসহ নানা অনিয়ম পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে বগুড়া জেলা পুলিশের সদস্যরা সহযোগীতা করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD