March 29, 2024, 7:45 am

মেসির আর্জেন্টিনার কাছে শীর্ষস্থান হারাচ্ছে ব্রাজিল!

যমুনা নিউজ বিডিঃ কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালেই আটকে গিয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবুও ফিফা র‍্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানটি নিজেদের দখলে রেখেছিল নেইমার জুনিয়ররা। তবে সবশেষ প্রীতি ম্যাচে মরক্কোর কাছে পরাজয়ে শ্রেষ্ঠত্ব হারানোর দ্বারপ্রান্তে রয়েছে সেলেসাওরা।

এদিকে মরুর বুকে বিশ্বকাপের শিরোপা জিতেও র‍্যাঙ্কিংয়ের দুইয়ে ছিল আর্জেন্টিনা। কিন্তু বিশ্বকাপের পর সবশেষ দুই প্রীতি ম্যাচে পানামা ও কুরাসাওকে হারিয়ে র‍্যাঙ্কিংয়ের শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ার খুব নিকটে রয়েছেন লিওনেল মেসিরা। ফলে ২০১৬ সালের পর আবারও সেরার মুকুট পরতে যাচ্ছে আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনার সংবাদপত্র ‘ক্লারিন’ জানিয়েছে, এপ্রিলে ফিফার পরবর্তী হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হটিয়ে শীর্ষস্থান দখল করবে আর্জেন্টিনা। বর্তমানে শীর্ষে থাকা ব্রাজিল ফিফার পরবর্তী র‍্যাঙ্কিং তালিকায় তিনে নেমে যাবে। যার ফলে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে আসবে এমবাপ্পের ফ্রান্স।

অন্য সব র‍্যাঙ্কিংয়ের তুলনায় ফিফার র‍্যাঙ্কিংয়ে স্কোরিং সিস্টেম বেশ জটিল। অতীত পারফরম্যান্স, র‍্যাঙ্কিংয়ে অবস্থান, বিশ্বকাপে অংশ নেওয়ার পাশাপাশি আরও কিছু বিষয় বিবেচনা করা হয়। এ হিসেবে মরক্কোর কাছে ২-১ গোলের হারে র‍্যাঙ্কিংয়ে ৬.৫ পয়েন্ট হারিয়েছে ব্রাজিলিয়ানরা।

ফলে বর্তমানে ১৮৪০ দশমিক ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ব্রাজিল ১৮৩৪.২ পয়েন্ট নিয়ে ফিফার পরবর্তী র‍্যাঙ্কিংয়ে তিনে নেমে যাবে। আর বর্তমানে ১৮৩৮.৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা মেসির আর্জেন্টিনা ১৮৪০.৯৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠবে বলে জানিয়েছে ক্লারিন। ঘরের মাঠে পানামার বিপক্ষে ২-০ গোলের জয়ে ১.৫২ পয়েন্ট অর্জনের পর কুরাসাওয়ের বিপক্ষে ৭ গোলের জয়ে পেয়েছে আরও ১.০৪ পয়েন্ট।

ব্রাজিলের অবনতিতে র‍্যাংকিংয়ে দুইয়ে উঠে আসবে বিশ্বকাপের রানার্সআপ দল ফ্রান্স। চললাম ইউরো বাছাইপর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪-০ গোলে জয়ের পর আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে কিলিয়ান এমবাপ্পের দল। এখন ১৮২৩.৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা ফ্রান্স পরবর্তী হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে মোট ১৮৩৮.৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে আসবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD