May 29, 2023, 12:22 pm

News Headline :
আদমদীঘিতে বার্মিজ চাকুসহ দুই যুবক গ্রেফতার এরদোয়ানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন ডিআইজি প্রিজন্স বজলুরের জামিন আপিল বিভাগে স্থগিত বগুড়ায় গোয়েন্দা পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই, আটক ৭ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপিত রাজশাহীতে উদ্‌যাপিত হলো আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস দেশের স্বার্থ ইজারা দিয়ে শেখ হাসিনা কখনো ক্ষমতায় আসেনি : মনোরঞ্জন শীল গোপাল বগুড়ায় অনুমোদনহীন ডায়াগস্টিক সেন্টারে দুই লাখ টাকা জরিমানা নন্দীগ্রামে পৌরসভার ফোকপাল রাস্তার কার্পেটিং কাজ শুরু নারীর কাজের রাষ্ট্রীয় স্বীকৃতি ও মর্যাদা প্রতিষ্ঠার দাবীতে অর্থমন্ত্রী বরাবর বগুড়ায় স্মারকলিপি পেশ

সরকারি সফরে চীন গেলেন নৌবাহিনীর প্রধান

যমুনা নিউজ বিডিঃ সরকারি সফরে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল চীনে পৌঁছেছেন। মঙ্গলবার রাতে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশনস) এবং কমান্ডার ঢাকা নৌ অঞ্চল আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান।

আজ বুধবার (২৯ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইএসপিআর জানায়, সফরকালে নৌপ্রধান চীনের প্রতিরক্ষামন্ত্রী, পিএলএ নৌবাহিনী প্রধানসহ উচ্চপদস্থ নৌ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি চীনের নেভাল লজিস্টিক একাডেমি এবং চীনের নৌবাহিনী যুদ্ধজাহাজ পরিদর্শন করবেন। নৌপ্রধানের এ সফর দুই দেশের নৌবাহিনীর বিদ্যমান পারস্পারিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ককে আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

সফর শেষে নৌপ্রধান আগামী ৬ এপ্রিল দেশে প্রত্যাবর্তন করবেন বলে জানিয়েছে আইএসপিআর।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD