admin
- Thursday, March 9, 2023 / 173 বার পঠিত
ষ্টাফ রিপোর্টারঃ কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মনায়েম মুন্না এবং ঢাকা উত্তর সিটি যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম কে গ্রেপ্তারের প্রতিবাদে আজ বগুড়া জেলা যুবদলের উদ্যোগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বগুড়া জেলা যুবদলের বিপ্লবী যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বুগড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা।
তিনি বলেন, এই খুনি সরকার যতই মামলা,হামলা গুম,,খুন,রক্তপাত ঘটক তবুও বিএনপি যুবদলের নেতা কর্মীরা রাজপথ থেকে সরে যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করে তবেই ঘরে ফিরবো ইনশাল্লাহ।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলী আজগর তালুকদার হেনা, এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম ও কে এম খায়রুল বাশার সহ যুবদলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ। সমাবেশ পুর্বে আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধাস সড়ক প্রদক্ষিন করে দলীয় অফিসে শেষ হয়। এতে যুবদেলের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা অংশ গ্রহন করেন।