September 18, 2024, 3:52 pm

১৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ২৫ বাইকারের ওমরা

যমুনা নিউজ বিডিঃ ইরান ও আমিরাত হয়ে ১৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ২৫ বাইকারের ওমরা পালন। ৬ জানুয়ারি যাত্রা শুরু করে ২২ দিন বাইক চালিয়েছেন তারা। পাকিস্তানের লাহোর থেকে ওমরা করার উদ্দেশ্যে মক্কায় যাত্রা করেছিল ক্রস রুট ক্লাব নামের এই বাইকার দলটি।

বাইক চালিয়ে ওমরা করতে যাওয়া ২৫ বাইকারকে অভ্যর্থনা জানিয়েছে সৌদি সরকার। সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ সূত্রে জানা যায়, সৌদির ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে মক্কায় বাইকার দলটিকে বিশেষ অভ্যর্থনা জানানো হয়।

ওমরাযাত্রীদের তিন মাস পর্যন্ত ভিসার মেয়াদ বৃদ্ধির ঘোষণায় এই ভ্রমণের উদ্যোগ নেয় তারা। সৌদিতে ১৯ দিন অবস্থানকালে শান্তি-সম্প্রীতি ও ভ্রাতৃত্ব প্রচার চালাতে চান তারা।

ক্রস রুট ক্লাবের সভাপতি মুকাররম তারিন এই বাইক ভ্রমণের উদ্যোগ নেন।

জীবনের শ্রেষ্ঠ অ্যাডভেঞ্চারগুলোর একটি মন্তব্য করে ওমরাযাত্রী মুহাম্মদ সুহাইল আখতার বলেন, ২০০৯ সালে আমি বিমানযোগে সৌদি এসেছিলাম। কিন্তু এবার এসে এখানকার সেবা-সুবিধা দেখে অভিভূত হয়েছি। সৌদিতে ১৯ দিন অবস্থানের পর তারা বাইকে করেই নিজ দেশে ফিরবেন। এসময় তারা কুয়েত, ইরাক, জর্ডান ও ইরান ভ্রমণ করবেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD