January 28, 2023, 8:56 pm
যমুনা নিউজ বিডিঃ মেয়েদের ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা। স্বাভাবিকভাবেই চলমান অস্ট্রেলিয়ান ওপেনে ফেভারিটের তকমা নিয়ে নাম লিখিয়েছিলেন ইগা সিওনতেক। কিন্তু ফেভারিটের তকমাটা ধরে রাখতে পারলেন না শেষ পর্যন্ত। চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিলেন তিনটি গ্র্যান্ড স্লামজয়ী তারকা সিওনতেক।
আজ রোববার (২২ জানুয়ারি) অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে হেরে বিদায় নিয়েছেন সিওনতেক। উইম্বলডনের শিরোপাজয়ী ইয়েলেনা রাবিকিনার কাছে ৬-৪,৬-৪ ব্যবধানে হেরেছেন সিওনতেক। দুই সেটেই রাবিকিনার কাছে পাত্তা পেলেন না সিওনতেক। সরাসরি সেটে হেরে হতাশায় বিদায় নিলেন কোর্ট থেকে।