September 20, 2024, 5:59 pm
যমুনা নিউজ বিডিঃ রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। রবিবার (২২ জানুয়ারি) ভোরে ধলপুর বউবাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। ছুরিকাঘাতে মুমূর্ষু অবস্থায় পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শামীম রেজা বলেন, রাস্তায় পড়ে থাকা অবস্থায় দুই অটোরিকশাচালক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার বুক, পেট ও হাতে মোট ৩টি ছুরিকাঘাত রয়েছে।